জিদানের সেই ম্যাচকেই মনে করিয়ে দিয়েছেন ক্যামেরুনের আবুবকর

নিশি রহমান | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২, ০১:০২

ক্যামেরুন স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর

ব্রাজিলের জালে কাল গোল করে জিদানের সেই ম্যাচকেই মনে করিয়ে দিয়েছেন ক্যামেরুন স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর।

২০০৬ বিশ্বকাপের ফাইনাল। ইতালির বিপক্ষে ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন জিদান। এরপর অতিরিক্ত সময়ে মেজাজ হারিয়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে দেখলেন লাল কার্ড। মাঠে ট্রফির পাশ দিয়ে জিদানের মাথা নিচু করে হেঁটে যাওয়া বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে বিষাদময় মুহূর্তগুলোর একটি।

ফাইনাল দূর অস্ত কাল গ্রুপপর্বে শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেছে ব্রাজিল। আর জিদান সে ফাইনালে গোল করলেও টাইব্রেকারে ইতালির কাছে হেরেছিল ফ্রান্স। তাই প্রশ্ন উঠতে পারে, জিদানের ১৬ বছর আগের সে ম্যাচের প্রসঙ্গ তুলে ভিনসেন্ট আবুবকরকে টেনে আনার কী কারণ?

তাদের মধ্যে মিলটা হলো, বিশ্বকাপে জিদানের পর আবুবকরই প্রথম খেলোয়াড়, যিনি একই ম্যাচে গোল করার সঙ্গে লাল কার্ডও দেখলেন। শুধু পার্থক্যটা হলো, জিদানের দল সেদিন হারলেও আবুবকরের দল জিতেছে। যদিও শেষ পর্যন্ত জিদানের মতো দুঃখই সঙ্গী হয়েছে আবুবকরের।

বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয়, আর বিশ্বকাপে ২০ বছর পর ক্যামেরুনকেও প্রথম জয় এনে দেওয়া—৯২ মিনিটে হেডে গোল করে এসব আনন্দের আতিশায্যেই সম্ভবত জার্সি খুলে ফেলেছিলেন আবুবকর।

সৌদি আরবের ক্লাব আল নাসরের এই স্ট্রাইকার জানতেন, জার্সি খুললেই দেখতে হবে দ্বিতীয় হলুদ কার্ড। অর্থাৎ, লাল কার্ড দেখে ছাড়তে হবে মাঠ। কিন্তু দলের নামই যেখানে ‘অদম্য সিংহ’ সেখানে সেই দলেরই এই অদম্য স্ট্রাইকারও নিয়মের তোয়াক্কা করেননি। মনের অদম্য ইচ্ছাকে প্রশ্রয় দিয়েই জার্সি খুলে লাল কার্ড দেখেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top