টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিশি রহমান | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ০১:২২

বাংলাদেশ-ভারত ম্যাচ

সাত বছর পর ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা শেষে নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে ফিরছে টাইগাররা।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার বেলা ১২টায় মাঠে গড়িয়েছে  ম্যাচটি। এর আগে সাড়ে ১১টায় টস অনুষ্ঠিত হয়। টানা তিন ম্যাচে যেখানে হাসি টাইগার অধিনায়ক লিটন দাসের।

মিরপুরে প্রথম ওয়ানডেতে ১ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে ৫ রানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সুবাদে টানা দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

বাংলাদেশের দুই জয়েই নায়ক ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। হারের মুখ থেকে দুই ম্যাচেই বাংলাদেশকে জয় এনে দেন তিনি।

প্রথম ম্যাচে শেষ উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে  ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। আট নম্বরে ব্যাট হাতে নেমে ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ। ৮৩ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। মিরাজের সেঞ্চুরিতেই ৭ উইকেটে ২৭১ রান পায় বাংলাদেশ।

কঠিন পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়িয়ে ভারতকে পরপর দুই ম্যাচে হারানোয় আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এবার টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশের মিশনে বাড়তি সুবিধাও পাবে তারা। ইনজুরির কারনে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন রোহিতসহ তিনজন খেলোয়াড়। রোহিতের পরিবর্তে শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top