ফাইনালের আগে ‘ক্যামেল ভাইরাস’ আতঙ্কে ফ্রান্স
রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০২:২৫
রোববার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স। তবে তারআগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স শিবির। ক্যামেল ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্কোয়াডের তিনজন তারকা ফুটবলার। খবর মার্কার।
মরক্কোর বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে খেলতে পারেননি ফ্রান্সের ডিফেন্ডার দায়োত উপামেকানো ও আন্দ্রিয়াঁ রাবিও। এবার ফাইনালের আগে একই ভাইরাসে আবারও আক্রান্ত হয়েছেন ফরোয়ার্ড কিংসলি কোমান। এক ভাইরাস এখন আতঙ্ক ছড়াচ্ছে ফরাসি শিবিরে।
ফরাসি কোচ দিদিয়ের দেশাম বলেন, এটা ভাইরাসের মৌসুম। আমাদের এখন সতর্ক থাকতে হবে। আবহাওয়ার বিশাল পরিবর্তনের কারণে তাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। কোমানও জ্বরে আক্রান্ত হয়েছে। তবে ফাইনালের আগে আমাদের হাতে এখনও চারদিন আছে। আশা করি রোববারের মধ্যে সবাই ঠিক হয়ে যাবে।
কাতারে সব সময় শীতাতপযন্ত্রের বাতাসে থাকা এবং রাত ও দিনের তাপমাত্রার তারতম্যের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে এই ফ্লুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
তবে এ ভাইরাসের কারণে ফাইনাল নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলেই জানান দেশাম। আক্রান্ত তিন খেলোয়াড়কে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ক্যামেল ভাইরাস পরিচিত এক নাম। ২০১২ সালে সৌদি আরবে প্রথম এটি পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ক্যামেল ভাইরাস সাধারনত উট থেকে ছড়ায়। মরুভূমিতে থাকা উট এটি বহন করে এবং বাতাসের মাধ্যমে বা সংস্পর্শে আসা ব্যক্তির মধ্যে এটি ছড়িয়ে যায়। এই ভাইরাসটি ছোঁয়াচে। তবে খুব বেশি নয়।
‘ক্যামেল ভাইরাস’ ফ্লুতে আক্রান্ত হওয়ার মূল লক্ষ্মণ চারটি—প্রথমে জ্বর আসবে, এরপর কাশি শুরু হবে; থাকবে ডায়রিয়া আর বমি বমি ভাব। সব মিলিয়ে এই ফ্লু নিয়ে ফুটবল খেলা কোনোভাবেই সম্ভব নয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।