বিশ্বকাপের তৃতীয় স্থানের লড়াইয়ে ক্রোয়েশিয়া-মরক্কো

রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০৪:৪৯

ক্রোয়েশিয়া-মরক্কো লড়াই

কাতার ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে মরক্কো। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এবারের বিশ্বকাপে দুই দল ছিল একই গ্রুপে। প্রথম ম্যাচেই দেখা হয়ে গিয়েছিল তাদের। সেই ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে সমানে সমান লড়ে গোলশূন্য ড্র করেছিল মরক্কো। আজ আবার তারা মুখোমুখি হচ্ছে।

আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে মরক্কো। আজকের ম্যাচে জয় পেলে এটি হবে তাদেও ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। জয় পেতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

তবে গত বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়াও ছেড়ে কথা বলবে না। তারাও চাইছে সর্বোচ্চ অবস্থানে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে।

কাতারে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বজয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে লুকা মদ্রিচদের। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে থেমেছে এবার ইতিহাসের পাতায় নাম লেখানো মরক্কো।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top