মেসি বললেন, ক্যারিয়ারের ইতি টানছেন না এখনই

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০২:১৩

লিওনেল মেসি

কাতারের মাটিতে ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ, আগেই জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। ফ্রান্সের বিপক্ষে স্মরণীয় ফাইনাল শেষে তিনি জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন না এখনই।

টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেছেন, গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সব সময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।

২০১৪ বিশ্বকাপে ফাইনালও খেলেছিলেন কিন্তু ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। আট বছর পর লুসাইলে ফ্রান্সকে হারিয়ে মিটল সেই অতৃপ্তি।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে অর্জনের কোনো কমতি নেই রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসির। এবার অধরা শিরোপা ছুঁয়ে মেসি বলেন স্বপ্ন পূরণের কথা, ‌এটা (বিশ্বকাপ জয়) যে কারও ছোটবেলার স্বপ্ন। আমি ভাগ্যবান যে সবকিছু অর্জন করতে পেরেছি এবং যেটার শূন্যতা আমার ছিল এটা হলো সেটাই (শিরোপা)।

তিনি বলেন, আমরা প্রচুর ভুগেছি। তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এল। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top