• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আজ বিপিএলে মুখোমুখি সাকিব-মাশরাফি

নিশি রহমান | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ০৩:৪১

মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান

সবারই প্রত্যাশা থাকে নতুন যাত্রার শুরুটা হোক জয় দিয়ে। কাল বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে কাঙ্ক্ষিত জয়টা পেয়ে যায় সিলেট। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৮ উইকেটের বড় জয় আত্মবিশ্বাস তো বাড়িয়েছেই, ২ পয়েন্টের পাশাপাশি রানরেটও হয়ে গেছে ২.৭৫।

তবে মাশরাফিদের নতুন এই ফ্র্যাঞ্চাইজির সামনে আজ অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। আজ বিপিএলে রাতের ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের দল গত বিপিএলের রানার্সআপ। মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন আছেন এ দলে। সব মিলিয়ে কাগজে-কলমে অন্যতম সেরা দল বলতে হবে বরিশালকে।

আরও পড়ুন: বিপিএলের সিইও হলে সব ঠিক করে দিব : সাকিব

তবে সব কিছু ছাপিয়ে লড়াইটা মূলত সাকিব ও মাশরাফির। দুজনই বিপিএলের সফলতম অধিনায়কদের তালিকায় থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকার লড়াই কেমন হয়, আজ সেদিকেই থাকবে সবার চোখ। বরিশাল অবশ্য প্রথম ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।

খেলা যেহেতু রাতে, শিশির ও প্রচণ্ড কুয়াশা হয়ে উঠতে পারে সিলেট ও বরিশালের আরেক চ্যালেঞ্জ। গতকাল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচে দুই দলেরই বল দেখতে কষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেটাররা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top