চট্টগ্রাম পর্ব শেষে সোমবার মিরপুরে ফিরছে বিপিএল
নিশি রহমান | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩, ০৫:৪৫
দুইদিন বিরতির পর আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরছে মিরপুর শেরে বাংলায়। হোম অব ক্রিকেটে আগামী ২৩ এবং ২৪ জানুয়ারি মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর আবারও দুই দিন বিরতি দিয়ে বিপিএল যাবে সিলেটে।
আরও পড়ুন>>> টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারীদের দল ঘোষণা
বিপিএলের সিলেট পর্বে মোট চার দিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাগুলো হবে ২৭, ২৮, ৩০ এবং ৩১ জানুয়ারি। এরপর ৩ জানুয়ারি আবারও মিরপুরে ফিরবে বিপিএল। লিগ পর্বের পরবর্তী সবগুলো ম্যাচ এবং নক-আউট পর্ব অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায়। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নক-আউট পর্ব এবং ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর।
চট্টগ্রাম পর্ব শেষে ৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। সমান জয় নিয়ে দুই নম্বরে আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। চারে আছে ইয়াসির আলী রাব্বির খুলনা টাইগার্স। রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর ঢাকা ডমিনেটর্স আছে পরবর্তী তিন অবস্থানে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।