বিদেশি ক্রিকেটার জোগাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিরা
নিশি রহমান | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ০৪:৪৪
বিপিএল শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। লিগের খেলা শেষ হবে তারও আগে। লিগ রাউন্ড পরই ছোট হয়ে আসবে টুর্নামেন্টের পরিধি। নকআউট পর্বের জন্য টিকে থাকবে চারটি দল। ওখান থেকেই মূলত মিলনমেলার ভাঙন শুরু হবে। কিন্তু ক্রিকেটারদের মিলনমেলা ভাঙতে শুরু করেছে বেশ আগে থেকেই।
সিলেট পর্বের খেলা শেষ হতে না হতেই পাকিস্তানি ক্রিকেটারদের ফিরে যাওয়ার শুরু হয়েছে। পিএসএল খেলতে দেশে ফিরবেন তাঁরা। পাকিস্তানিদের বিদায় নেওয়ার আগেই ঢাকায় পৌঁছে যাবেন ক্যারিবীয় অনেক ক্রিকেটার। ইংল্যান্ডের ক্রিকেটদেরও দেখা যেতে পারে নকআউট পর্বের খেলাগুলোতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
আরও পড়ুন>>> অনুর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত
কুমিল্লা ভিক্টোরিয়ান্স সুনিল নারিন আর আন্দ্রে রাসেলকে নিশ্চিত করে ফেলেছে। ক্যারিবীয় এ দুই ক্রিকেটার ঢাকা পর্বে দলের সঙ্গে যোগ দেবেন বলে টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের মঈন আলির সঙ্গেও যোগাযোগ চলছে দলটির। ব্যাটে-বলে মিলে গেলে তাঁকেও দেখা যেতে পারে বিপিএলে। ডেভিড মালানের সঙ্গে কুমিল্লার চুক্তি রয়েছে। তিনি দুটি ম্যাচ খেলেছেনও। সময়-সুযোগ হলে আসতে পারেন তিনিও। মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহরা পিএসএল খেলতে দেশে ফিরে যাবেন ৪ ফেব্রুয়ারি। তাঁদের শূন্যস্থান পূরণ করতেই ক্যারিবীয়দের উড়িয়ে আনছেন কুমিল্লার চেয়ারম্যান নাফিসা কামাল।
ফরচুন বরিশালে পাকিস্তানি ক্রিকেটার খেলছেন তিনজন- ইফতেখার আহমেদ, হায়দার আলি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকায় হায়দারকে ফিরে যেতে হচ্ছে ২ ফেব্রুয়ারির মধ্যেই। ইফতেখার আহমেদকেও ফিরতে হচ্ছে ৮ ফেব্রুয়ারির আগে। ৩ ফেব্রুয়ারি ঢাকায় শেষ ম্যাচ খেলে দেশে ফেরার বিমান ধরতে পারেন তিনি। তবে ওয়াসিম ফিরতি লেগের এক ম্যাচ বাকি রেখে দেশে ফিরবেন। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খেলবেন তিনি। আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ যোগ দেবেন বরিশালে। ৭ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পৌঁছানোর কথা আছে তাঁর। পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদিরকেও দেখা যেতে পারে দলটিতে। ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভো যোগ দিতে পারেন বরিশালে।
রংপুর রাইডার্স বাজিমাত করে ফেলেছে আফগান সুপারস্টার মুজিবুর রহমানকে দলে ভিড়িয়ে। এক সূত্রে জানা গেছে, ম্যাচপ্রতি ২৫ হাজার ডলার সম্মানীতে রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছাড়া বিদেশি বড় তারকা ক্রিকেটার দলে ভেড়াতে চেষ্টা করছে তারা।
সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দেশে ফিরবেন সিলেট পর্ব শেষ করেই। রায়ান বার্ল ইতোমধ্যে সিলেটের হয়ে ম্যাচ খেলেছেন। মোহাম্মদ এহসান যোগ দেবেন ১ ই ফেব্রুয়ারি থেকে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।