হাসপাতাল ছাড়ছেন সৌরভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১, ২১:৪৪

ছবি: সংগৃহীত

শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার (৬ জানুয়ারি) হাসপাতাল থেকে ছুটি মিলতে পারে সৌরভ গাঙ্গুলির। তবে হৃদরোগের চিকিৎসার ২য় পর্ব সম্পন্ন করার জন্য কয়েক দিনের মধ্যেই তাকে আবার হাসপাতালে ফিরতে হবে।

জানা গেছে, সৌরভ গাঙ্গুলির ডান দিকের ধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে।আর তার বাঁ দিকের ধমনীতেও দুটি ব্লকেজ রয়েছে। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে আরও দুটি স্টেন্ট বসানো হবে।

সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল বলেন, ‘দেশ ও বিদেশের হৃদরোগ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সৌরভের অন্য দুটি ধমনীতে এনজিওপ্লাস্টিই করতে হবে, বাইপাস নয়। তবে সেটা কবে করা হবে, এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এদিকে সৌরভকে দেখতে মঙ্গলবার ব্যাঙ্গালুরু থেকে চার্টার্ড ফ্লাইটে কলকাতা আসছেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি দেখার পর বাকি দুটি এনজিওপ্লাস্টির দিন ঠিক হবে।

কিন্তু, বাকি দুটি স্টেন্ট বসানোর প্রক্রিয়া বর্তমান হাসপাতালেই হবে না কি অন্য কোথাও, দেবী শেঠি সৌরভকে পরীক্ষা করার পর তা ঠিক করা হবে বলে জানা গেছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top