সশরীরে এসেই মোহামেডানের সঙ্গে চুক্তি করলেন সাকিব
শাকিল খান | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩, ০৪:১০
ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এবারও মোহামেডানের হয়েই খেলার কথা। কিন্তু মাঝে গুঞ্জন উঠেছিল, সাকিবকে দেখা যাবে আবাহনীর জার্সিতে। যদিও পরে মোহামেডান কর্তৃপক্ষ গুঞ্জন উড়িয়ে দেয়।
এরই মাঝে দলের খেলোয়াড়দের অনেকেই অনলাইনে চুক্তি সই করেছেন। তবে সাকিব আজ (শনিবার) মোহামেডান স্পোর্টিং ক্লাবে এলেন সশরীরে। ক্লাবের সঙ্গে চুক্তি করার পর অবশ্য গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।
সাকিবকে দলে নেওয়া প্রসঙ্গে মোহামেডানের জ্যেষ্ঠ ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা সবসময়ই ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে।’
এ মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, ১৫ মার্চ থেকে শুরু হবে আসর।
মোহামেডান স্কোয়াড
সৌম্য সরকার, রনি তালুকদার, মহিদুল ইসলাম অঙ্কন, আবদুল মজিদ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আরিফুল ইসলাম, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, রুয়েল মিয়া, মুশফিক (পেসার), খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল জুনিয়র, নাজমুল অপু।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।