ক্যারিয়ারে ৫০০ উইকেট শিকার করতে চান হাসান মাহমুদ
শাকিল খান | প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ০১:২৯
হাসান মাহমুদ বাংলাদেশের অমীয় সম্ভাবনাময় এক পেসার। এরইমধ্যে নিজের প্রতিভার প্রমাণও দিচ্ছেন তিনি। গুড লাইন-লেন্থে বল করে প্রায়ই ব্যাটারদের বিপদে ফেলেন। সবশেষ বিপিএলে হাসান হয়েছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেটের (১৭) মালিক। জাতীয় দলের হয়ে ৬টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টিতে হাসান মাহমুদের শিকার ২৩ উইকেট।
হাসান মাহমুদ এবার দেখছেন বড় স্বপ্ন তিনি জানালেন ৫০০ উইকেট শিকার করতে চান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির হাসান মাহমুদ জানিয়েছেন তার ও দলের পরিকল্পনার কথা।
তিনি বলেন, ‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, পরের বলের জন্য সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি, সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।’
নতুনদের নিয়ে সাজানো সাকিব আল হাসানের টি-টোয়েন্টি দলের প্রতিনিধি হাসান। তাঁর দৃষ্টিতে এই দলটাই বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবে, ‘এই মুহূর্তে আমাদের যে দলটা আছে, সেটা “ওয়ান অব দ্য বেস্ট বাঞ্চ অব প্লেয়ার্স।” খুবই এনার্জেটিক, সবাই মাঠে খুব চেষ্টা করে। এটা যদি ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে যদি রাখতে পারি, তাহলে যেকোনো সংস্করণে এগিয়ে থাকব।’
বিষয়: বাংলাদেশ পেসার হাসান মাহমুদ জাতীয় দল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।