পিএসএলে ৫১৫ রানের ম্যাচ, ভাঙল যত রেকর্ড
শাকিল খান | প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ২২:২৫
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যেন রান তোলার মহা উৎসব শুরু হয়েছে। কিন্তু শনিবার রাতে যা হলো, সেটি ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ডকে। মুলতান সুলতান্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মিলে উপহার দিয়েছে ৫১৫ রান! টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে এটাই সর্বোচ্চ রান!
রানের পাড়ার ম্যাচে শেষ হাসি হেসেছে মুলতান সুলতান্স। তারা জয় পায় মাত্র ৯ রানে। রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ২৬২ রানের পাহাড় গড়ে মুলতান। পিএসএল তো বটেই, পাকিস্তানে স্বীকৃতি টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ। জবাবে নির্ধারিত ওভারে আট উইকেটে ২৫৩ রান তুলতে সক্ষম হয় কোয়েটা। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৫০১, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগের টাইটান্স ও নাইটস ম্যাচে।
এদিন শুরুটা করেছিলেন উসমান খান। বিপিএল মাতানো উসমান এদিন মাত্র ৩৬ বলে সেঞ্চুরি তুলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ৪৩ বলে করেন ১২০ রান। এর আগে ৪১ বলে সেঞ্চুরি ছিল রাইলি রুশোর। পাকিস্তানের স্বীকৃতি টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড আছে একটি। ২০২০ সালে পাকিস্তান ন্যাশনাল কাপে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন খুশদিল শাহ। তিনিও পিএসএল খেলেন মুলতান সুলতানের হয়ে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।