মেসির জোড়া গোলে বার্সার দারুণ জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২১, ২০:৪৫

ছবি: সংগৃহীত

অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের মাঠে গত রোববার রাতে তুলনামূলক দুর্বল হুয়েসকার বিপক্ষে ১-০ গোলের জয়ে বছর শুরু করেছিল বার্সেলোনা। বুধবার রাতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল আগের দলের চেয়ে তুলনামূলক শক্তিশালী অ্যাথলেটিকো বিলবাও। দুর্দান্ত আক্রমণে বিপর্যস্ত করে রাখে বিলবাওয়ের গোটা দলকে। ওই ম্যাচে মেসির জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে ঘরে ফেরে বার্সা।

বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে লা লিগায় নিজেদের শেষ চার ম্যাচের দুটিতে জয় ও ড্র করে একের পর এক পয়েন্ট খোয়ানোর ধাক্কা খেয়ে পয়েন্ট টেবিলের বেশ নিচের দিকেই ছিল বার্সেলোনা। তাই তো শক্তিশালী বিলবাওয়ের বিপক্ষে জয় অপরিহার্য হয়ে উঠেছিল বার্সেলোনার। আর বিলবাওয়ের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্ত ফুটবল খেলে ম্যাচ বের করে আনতে সক্ষমও হয়েছে কাতালান ক্লাবটি।

মেসির জোড়া গোলে বিলবাওয়ের মাঠ থেকে এবার জয় নিয়েই ফিরেছে বার্সেলোনা। মেসির দুই ও পেদ্রির এক গোলে বার্সেলোনা জিতেছে ৩-২ গোলের ব্যবধানে। বিলবাওয়ের পক্ষে গোল দুইটি করেছেন ইনাকি উইলিয়ামস ও ইকার মুনিয়াইন। শেষদিকে বিলবাও খানিক ভয় জাগালেও, পুরো ম্যাচে আধিপত্য ছিল বার্সেলোনারই।

মেসির এই র্দুদান্ত প্রশংসায় এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে কোম্যানের দল। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর দুই ম্যাচ কম খেলেও ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top