পাকিস্তানের অধিনায়কত্ব পেলেন শাদাব খান
শাকিল খান | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩, ০০:১৩
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক বাবর আজমকে বিশ্রাম দিয়ে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছিল বেশ ক'দিন ধরে। তবে শুধু বাবর নয়, বিশ্রাম দেওয়া হয়েছে শাহীন আফ্রিদিকেও। দলে নেই মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হারিস রউফরাও।
আফগানিস্তান সিরিজকে সামনে রেখে শাদাব খানকে অধিনায়ক করে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
স্কোয়াডে জায়গা পেয়েছেন ইহসানউল্লাহ, সাইম আইয়ুব, তায়াব তাহির ও জামান খান এবং ফেরানো হয়েছে আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমকে।
পাকিস্তান দল :
শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, জামান খান, তায়াব তাহির, শান মাসুদ ও সাইম আইয়ুব।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।