আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
শাকিল খান | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ১৯:১৫
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শনিবার (১৮ মার্চ) মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
একই ভেন্যুতে পরের দু'টি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ২৭, ২৯ ও ৩১ মার্চ টি-২০ তিনটি দুই দল খেলবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং একমাত্র টেস্টটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ৪-৮ এপ্রিল।
এই প্রথম বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ইউরোপীয় দলটি ২০১১ সালের পর খেলতে এসেছে বাংলাদেশে। দুই দল এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। বাংলাদেশে ৭ জয়ের বিপরীতে আইরিশদের জয় ২টি। খেলা হয়নি একটি।
সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ইংলিশদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ পেয়েছিল জয়ের দেখা। যদিও ওয়ানডে সিরিজে হার মানতে হয় ২-১ ব্যবধানে। তবে শেষ ওয়ানডের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা জয়ের মধ্যে আছে বাংলাদেশ।
বিষয়: বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ স্টেডিয়াম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।