রনিকে মনে ধরার কারণ জানালেন হাতুরাসিংহে
শাকিল খান | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ২০:৪০
ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে খেলবেন রনি তা চিন্তাও করতে পারেননি তিনি। পারফরম্যান্স হিসেবে একেবারেই খারাপ নয়। তবে আরও ভালো করার সুযোগ ছিল। তবে কোচ চন্ডিকা হাতুরাসিংহে তার মধ্যে পেয়েছে বিশেষ কিছু। যার ফলে ওয়ানডে দলের জন্য বিবেচনায় এসেছেন।
হাতুরাসিংহের কাছে খেলোয়াড়দের শরীরী ভাষা অনেক বেশি গুরুত্বপূর্ণ । ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে রনি তালুকদারের ২১ রানের ছোট্ট একটি ইনিংস দেখেই তাকে ওয়ানডের দলের জন্য বিবেচনায় এনেছেন কোচ।
তিনি বলেন, ‘আমাকে সে দারুণভাবে মুগ্ধ করেছে। প্রথম টি-২০র কথা যদি মনে করেন, সে যেভাবে শুরু করেছিল, সেটিই আমাদের মোমেন্টাম এনে দিয়েছিল। তার শরীরী ভাষা দেখে এবং পরে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের মানসিকতায় সবাই অবাক হয়েছে এবং শুরুটা তার মাধ্যমেই হয়েছিল।’
হাতুরাসিংহের দাবি, ‘রান আর উইকেটের চেয়ে আমি মানসিকতা বেশি দেখি। পারফরম্যান্সে ওঠা-নামা থাকেই। আমরা দেখি তার মানসিক দৃঢ়তা। ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে সেই মানসিকতা নিয়ে খেলতে পারে, সেটিই চাই।’
রনির এই মানসিকতাই তরুণ ক্রিকেটারদের মধ্যে দেখতে চান হাথুরুসিংহে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হয়েছেন তৌহিদ হৃদয়। মাহমুদউল্লাহর জায়গায় ফিরেছেন ৭ ওয়ানডে খেলা ইয়াসির আলী।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।