হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলী
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২১, ২২:৩২
সব উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট ও সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এএনআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ।
হাসপাতাল থেকে বেরিয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশ্যে হাত নাড়েন সৌরভ। তখন হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে সৌরভ বলেছেন, আমি এখনো পুরোপুরি সুস্থ।
তবে বাড়ি ফিরে গেলেও এখন তাকে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। বাইরে খুব একটা বের হওয়া যাবে না। তবে 'ওয়ার্ক ফ্রম হোম' করতে বাধা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, শনিবার নিজ বাড়িতে জিমে ব্যায়াম করার সময় জ্ঞান হারান সৌরভ। বুকে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় কলকাতার উডল্যান্ড হাসপাতালে। হাসপাতাল ছাড়লেও বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন সৌরভ।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: সৌরভ গাঙ্গুলী হাসপাতাল ছাড়পত্র
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।