মেসি-এমবাপ্পেকে নিয়েও ঘরের মাঠে হারল পিএসজি
শাকিল খান | প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ২০:০৬
২০২৩ সালের শুরুটা যেন ভালো যাচ্ছে না পিএসজির। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন। কিন্তু রেনের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি। উল্টো ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ল প্যারিস জায়ান্টরা। গত জানুয়ারিতেই রেনের কাছে হেরেছিল পিএসজি।
রেনের হয়ে প্রথম গোল করেন কার্ল টোকো একাম্বি। পরে ব্যবধান বাড়ান আহনু কালিমেন্দু। আর ঘরের মাঠে রবিবার লিগ ওয়ানের ম্যাচে দুই অর্ধে দুই গোল হজম করেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল পিএসজিই। কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এর পরপরই (ম্যাচের ৪৫ মিনিটে) কার্ল তোকো একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কালিমেন্দু। আরও বড় সর্বনাশ করেন পিএসজির।
লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে এখনো বড় ব্যবধানে এগিয়ে পিএসজি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।
বিষয়: পিএসজি পরাজয় লিওনেল মেসি newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।