দেশের জার্সিতে নামছেন মেসি-রোনালদোরা, জেনে নিন সূচি

শাকিল খান | প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ২০:০০

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ব্যস্ত সময় কাটিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন খেলোয়াড়রা। লিওনেল মেসিরা দেশে ফিরতে শুরু করেছেন। একইসঙ্গে নিত্য নতুন দায়িত্ব নিয়ে এবারের মাঠে দেখা যাবে তারকা-মহাতারকাদের। এদিক ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপরই ভরসা রাখছে পর্তুগাল ফুটবল। একইসঙ্গে ফরাসিদের নেতৃত্বভার পেতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। নেইমার ছাড়াই ব্রাজিলকে মাঠে নামতে হচ্ছে। কখন কার খেলা সেটি এক নজরে জেনে নেওয়া যাক।

আগামী ২৪ মার্চ

আর্জেন্টিনা বনাম পানামা (প্রীতি ম্যাচ)

ইতালি বনাম ইংল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ডেনমার্ক বনাম ফিনল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

পর্তুগাল বনাম লিচেনস্টেইন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৫ মার্চ

ফ্রান্স বনাম নেদারল্যান্ডস (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

চেক প্রজাতন্ত্র বনাম পোল্যান্ড (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

সুইডেন বনাম বেলজিয়াম (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৬ মার্চ

মরক্কো বনাম ব্রাজিল (প্রীতি ম্যাচ)

স্পেন বনাম নরওয়ে (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ইংল্যান্ড বনাম ইউক্রেন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

ক্রোয়েশিয়া বনাম ওয়েলস (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৭ মার্চ

মাল্টা বনাম ইতালি (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

লুক্সেমবার্গ বনাম পর্তুগাল (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৮ মার্চ

আর্জেন্টিনা বনাম কিরাসাও (প্রীতি ম্যাচ)

নেদারল্যান্ডস বনাম জিব্রাল্টার (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

আয়ারল্যান্ড প্রজাতন্ত্র বনাম ফ্রান্স (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

২৯ মার্চ

স্কটল্যান্ড বনাম স্পেন (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)

তুরস্ক বনাম ক্রোয়েশিয়া (ইউরো কাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ)




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top