আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, ফের বাদ আফিফ

শাকিল খান | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০০:০৫

ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। এরই মাঝে সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ সদস্যের দলে দুই নতুন মুখ রিশাদ হোসেন আর জাকের আলী অনিক। ওয়ানডের ও টি-টোয়েন্টি দল থেকেও এবার বাদ পড়েছেন আফিফ হোসেন।

আজ (২২ মার্চ) আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। আফিফ ছাড়াও সর্বশেষ ইংল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়েছেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান, পেসার রেজাউর রহমান রাজা আর স্পিনার তানভীর ইসলাম।

সাগরিকায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৭ মার্চ। এরপর একই মাঠে বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top