• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


 ‘বাংলাদেশের পক্ষে ৪০০ রান অসম্ভব নয়’

শাকিল খান | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১৮:৩২

ছবি: সংগৃহীত

আয়ারল‌্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই ৩৩৮ রান করে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। দ্বিতীয় ম্যাচে সেই রেকর্ড ভেঙে ৩৪৯ রান। যা ওয়ানডেতে বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ।

 গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন, সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রান করাও সম্ভব।

ডোনাল্ড বলেন, ‘এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।’

নিজেদের ছাড়িয়ে যাওয়ার চ‌্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বড় দলগুলো আন্তর্জাতিক ক্রিকেটে বড় রান করছে। সেই রান তাড়া করে জিতছে আরেক দল। লিটন, সাকিব, মুশফিকরা ছুটছে সেই পথেই।

কীভাবে ৪০০ রান করা সম্ভব, সেই পথটাও দেখিয়ে দিয়েছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দু’জন ৯০ রান করে আউট হয়েছেন। পরের ম্যাচে দু’জন ৭০ করেছেন। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব।’

বড় রান করলে বোলারদের আত্মবিশ্বাসও থাকে তুঙ্গে। তখন নিজেদের পরিকল্পনা আরও ভালোভাবে বাস্তবায়ন করা যায়। ডোনাল্ডও বললেন, ‘দলগতভাবে আমরা যেভাবে নিজেদের অর্জনগুলো চাচ্ছিলাম সেভাবেই ধরা দিচ্ছে। সঙ্গে আমাদের দৃঢ় মানসিকতা ফুটে উঠছে। এভাবে দলগত সাফল‌্যগুলো ধারাবাহিকভাবে আসতে থাকলে একটা সময়ে পরাজয়ের ভয়টা বেরিয়ে যাবে। ব্যাটসম‌্যান-বোলারদের সম্মলিতি এ প্রচেষ্টাই দলের শক্তি।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top