• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মেসির নামে আর্জেন্টিনার অনুশীলন সেন্টার

শাকিল খান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ১৮:২৫

লিওনেল মেসি

কাতার বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন লিওনেল মেসি। ৩৬ বছরের আক্ষেপ দেশকে এনে দিয়েছেন ফুটবল বিশ্বমঞ্চের সোনালি শিরোপা। এরপর থেকেই চারদিকজুড়ে চলছে মেসির বন্দনা। এবার মেসির প্রতি আরও সম্মান দেখালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির অনুশীলন সেন্টার মেসির নামে রাখা হয়েছে।

এক টুইটে এ কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।

তিনি লিখেন, 'যে অনুশীলন সেন্টারটি আগে কাসা ডি ইজিজা নামে পরিচিত ছিল, সেটি ২৫ মার্চ থেকে "লিওনেল আন্দ্রেস মেসি" নামে পরিচিত হবে। আমরা কাসা ডি ইজিজায় একটি ঐতিহাসিক যুগ পার করে এসেছি। এখন বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন নামকরণ হল।'

এদিকে এটাকে বিশেষ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন মেসি। যদিও ২০০৪ সালে যুব দলে ডাক পাওয়া থেকে অন্যদের মত এজিজা ভবন ও ট্রেনিং সুবিধা ভোগ করছেন মেসি।

এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত মেসি। মেসি ইনস্টাগ্রামে বলেছেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।’

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top