আজ মাঠে নামছে বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ২১:১৬

ছবি: সংগৃহীত

এবার শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টিতে শুভসূচনা করতে প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে আইরিশরা।

সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল। খেলা শুরু হবে দুপুর ২টায়।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ কখনোই গর্ব করার মতো কোনো দল নয়, নেই শক্তির কোনো দিকও। মাঝে মাঝে বড় দলগুলোকে হারিয়ে ঝলক দেখালেও মানের দিকে বরাবরই গড়পড়তা। যদিও হাথুরুসিংহের ‘নতুন’ বাংলাদেশ, নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের, যার ফলাফল হাড়েহাড়েই টের পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল।

টানা দুই সিরিজ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির আগে বেশ সতর্ক হেড কোচ। দলে কিছু নতুন মুখ থাকলেও, প্রথম ম্যাচে তাদের খেলানোর সম্ভাবনা ক্ষীণ।

এদিকে সফলতা আসার কারণ জানালেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।  তিনি বলেন, ‘আমি ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক নিরাপত্তা দেয়ার চেষ্টা করেছি। এ বিষয়ে কথা বলেছি। খারাপ করলেই কাউকে বাদ দেয়া হবে না, এমন বার্তা দিয়েছি। খেলোয়াড়রা ভালো বা খারাপ করুক, আমাদের কাছে তারা মূল্যবান।’

এদিকে আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিখ মালান বলেন, ‘আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে চাই। ছোট ফরম্যাটে ভালো করার সম্ভাবনা থাকে বেশি। অতীতে আমরা ভালো করার সামর্থ্য দেখিয়েছি। যদিও খেলাটা বেশ চ্যালেঞ্জিং হবে। কারণ, ওরা সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে। আমরা চেষ্টা করব ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে।’

তবে পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই, টি-টোয়েন্টিতে উভয় দলের পাঁচবারের দেখাতে তিনটিতেই জয় বাংলাদেশের, একটাতে জয় পায় আইরিশরা। অপর ম্যাচটা পরিত্যক্ত হয়৷

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top