’ডি ককরা পারলে আমরাও পারব’, তাসকিনকে লিটন
শাকিল খান | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ১৯:০৯
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল আইরিশ বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। অবশেষে ডার্কওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশ জিতেছে ২২ রানে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে এ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
বৃষ্টিস্নাত ম্যাচটিতে কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের সর্বোচ্চ দলগত স্কোর করেছে। বাংলাদেশের ইনিংসের ৪ বল বাকি থাকতেই নেমে আসে বৃষ্টি। তখন বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০৭ রান।
ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিলেন লিটন দাস। আউট হওয়ার আগে ২৩ বল খেলে তিনি নামের পাশে যোগ করেন ৪৭ রান। তার এমন ইনিংসের পেছনে রহস্য জানিয়েছেন তাসকিন আহমেদ।
গত রবিবার ওয়েস্ট-ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ম্যাচে ঘটেছে বিরল এক ঘটনা। এ ম্যাচে দুই সেঞ্চুরিতে মোট রান এসেছে ৫১৭। আর এই ম্যাচ থেকেই অনুপ্রেরণা পেয়েছেন লিটন। যার কারনেই খেলেছেন দুর্দান্ত এক ইনিংস।
তাসকিন বলেন, ‘(লিটন-রনির ব্যাটিং) খুবই ভালো লাগছিল। গতকালকে ১০০ রান দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম ওরকম কিছু হতে যাচ্ছে নাকি। পরে লিটন আউট হয়ে আসার পর আমি বললাম, ‘কিরে তুই কি কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি?’ লিটন বলে, হ্যাঁ! ওরা পারলে আমরাও পারব।’
তাসকিন আরও বলেন, ‘তো এটা খুব ইতিবাচক বিষয় এবং আমরাও খুব উপভোগ করছিলাম। মাশাআল্লাহ্! এরকম ব্র্যান্ডের ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু হবে।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।