বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হাঁটুর চোটে আইপিএল শেষ উইলিয়ামসনের

শাকিল খান | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩, ২২:১৯

কেন উইলিয়ামসন

আইপিএল শুরু হতে না হতেই বড় এক ধাক্কা খেল গুজরাট টাইটানস। গোটা টুর্নামেন্টেই আর মাঠে নামতে পারবেন না কেন উইলিয়ামসন। শুক্রবার ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

গুজরাট টাইটান্স ছেড়ে এখন বাড়ি ফিরতে হচ্ছে তাকে। নিউজিল্যান্ডেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে ঠিক কতদিনের মাঠের বাইরে থাকবেন তিনি তা নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট।

আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ইনিংসের ১৩ তম ওভারে ডিপ স্কয়ার লেগের বাউন্ডারি সীমানায় অনেকটা লাফিয়ে বল ধরার চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। তাতে অবশ্য সফল ছিলেন তিনি। ছয় হতে দেননি সেই বলে। কিন্তু মাটিতে পড়ার সময় কিউই তারকা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। দ্রুত মাঠে প্রবেশ করেন দুই দলের ফিজিও। কিছুক্ষণ শুশ্রূষা চলে। তারপরও যন্ত্রণা কমেনি উইলিয়ামসনের। তাই সতীর্থদের কাঁধে ভর করে তাকে মাঠ ছাড়তে হয়।

উইলিয়ামসনের আইপিএল থেকে ছিটকে যাওয়ার খবরটি জানিয়েছেন গুজরাটের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top