শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

রোনালদোর রেকর্ড উদযাপন করল আল নাসর

শাকিল খান | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩, ২২:১৬

ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের হয়ে দারুণ সময় কাটিয়ে সৌদি আরবে ফিরতেই চমকে গেলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ায় বিশেষ কেক বানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে আল নাসর।

জাতীয় দলের দায়িত্ব পালন শেষে ক্লাবে ফিরেই রোনালদো দেখতে পান, কেমন একটা উৎসব উৎসব পরিবেশ। ঘোর কেটে গিয়ে সবকিছু পরিস্কার হতেও সময় লাগেনি তার। রোনালদো দ্রুতই বুঝতে পারেন, আল নাসর ক্লাবের উৎসবমুখর পরিবেশটা তার রেকর্ড উদযাপনের জন্যই। পরে ক্লাব কর্তা, সতীর্থ, সমর্থকদের সঙ্গে মিলে আরেকবার উদযাপন করেছেন সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি।

কেকটি বানানো হয়েছে পর্তুগালের লাল-সবুজ জার্সির রঙে। তার উপর সাজানো হয়েছে জাতীয় দলের হয়ে রোনালদোর বিভিন্ন সময়ের উদযাপনের ছবি। কেকের নিচের অংশে লেখা ছিল ‘হিস্ট্রি’। কেক সামনে নিয়ে রোনালদোর হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করা হয়েছে আল নাসরের টুইটার অ্যাকাউন্ট থেকে। ক্যাপশন ছিল, আমরা ইতিহাস উদযাপন করলাম।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন রোনালদো। নিজের সেই রেকর্ডটা বড় করার পথেই এবারের আন্তর্জাতিক উইন্ডোতে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। ২০২৪ ইউরো বাছাইয়ে লিখটেনস্টেইনের বিপক্ষে রেকর্ডটা গড়ার পর লুক্সেমবার্গের বিপক্ষেও একটা ম্যাচ খেলেছেন রোনালদো। ফলে পর্তুগাল জাতীয় দলের হয়ে তার খেলা ম্যাচের সংখ্যা এখন ১৯৮টি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top