• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


তামিমের সেঞ্চুরির রেকর্ডে পাশে মুশফিক

শাকিল খান | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩, ১৮:৩১

মুশফিকুর রহিম

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন বুধবার (০৫ এপ্রিল) সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম। ৮৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি করলেন তিনি।

আর এ সেঞ্চুরি করে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালকে। ৭০ টেস্ট ম্যাচ খেলে তামিমের সেঞ্চুরি সংখ্যা ১০ টি।  বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বা-হাতি ব্যাটার মমিনুল হক। সে ৫৬ টেস্টে ১১টি সেঞ্চুরি করেছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৫৫তম ওভারে সেঞ্চুরির পূর্ণ করেন মুশফিক। তিন অংকে পৌঁছাতে ১৩৫ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কা মারেন মুশি। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১০ সালে চট্টগ্রামে নিজের ক্যারিয়ারে দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেছিলেন মুশফিক। ভারতের বিপক্ষে ১৭টি চার ও ১টি ছক্কায় ১১২ বলে সেঞ্চুরি করে ১০১ রানে আউট হন মুশি।

মুমিনুল-তামিম-মুশফিকের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরি আছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ৬১ ম্যাচে ৬টি সেঞ্চুরি করেছেন অ্যাশ।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top