এমন ম্যাচ আবার কবে হবে কেউ জানে না: লিটন
শাকিল খান | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১৯:৫৩
প্রথমবারের মতো আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। গতকাল (১০ এপ্রিল) দুপুরে কেকেআরের ভেরিফাইড ফেসবুক পেইজে লিটন দাসের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’
সেখানে পৌঁছানোর পর বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় কেকেআরকে। সেখানে পৌঁছানোর পরই শেষ ম্যাচের জয়ের নায়ক রিংকু সিংয়ের অবিশ্বাস্য ব্যাটিং নিয়ে কথা বলেছেন লিটন।
গতকাল (১০ এপ্রিল) রাতে কলকাতার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে। সেখানে লিটনকে কথা বলতে শোনা যায় শেষ ম্যাচের জয় নিয়ে। শুরুতে লিটন বলেন, ‘নামার পর শুনলাম যে ম্যাচ আমরা জিতে গিয়েছি। এর থেকে ভালো অনুভূতি আর হতে পারে না। আর রিংকু আসলে অসাধারণ খেলেছে।’
পরবর্তীতে প্রশ্নকর্তা বলেন, রিংকু আগের দিনেও কয়েকটি রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছে লিটনের জবাব, ‘হ্যাঁ ও ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে।’
শেষ ম্যাচে ১ ওভারে ৩১ রান তুলে জয় পাওয়া কলকাতার এই ম্যাচটা এবারের আইপিএলের প্রথম ১০টা সেরা খেলার একটা কি না এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘মনে তো হচ্ছে। এরকম তো কখনো হয়নি যে এক ওভারে ৩০ এবং ৫..২৯ মতো ৫ বলে ২৮ পাঁচটা ৬ খুব রেয়াললি দেখা এটা ক্রিকেটে। এটা আবার কবে হবে কেউ জানে না।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।