বাংলাদেশ সিরিজের সূচি জানাল শ্রীলঙ্কা

শাকিল খান | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ২২:২৯

প্রতীকী ছবি

এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল।

ওই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসসিএল)। কলম্বোর পি সারা ওভালে ওয়ানডে এবং এসএসজি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ।

২৫ এপ্রিল লঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা।

২৯ এপ্রিল প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৪ মে। এরপর ৯ মে টি-২০ সিরিজ শুরু হবে। ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-২০ ম্যাচ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সার ওভালে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে এসএসসি গ্রাউন্ডে। 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top