আইপিএলে লিটনের খেলা নিয়ে যা বললেন সাকিব

শাকিল খান | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ২১:৩৯

প্রথমবারের মতো আইপিএল খেলতে কলকাতায় পৌঁছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। অন্যদিকে ব্যাক্তিগত কারণে এবারের আইপিএলে খেলা হচ্ছে না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। লিটনের ক্যারিয়ারে এবারই প্রথম আইপিএল। বাংলাদেশি ওপেনারের আইপিএল প্রসঙ্গে সাকিব বলেন, ‘তার এই আইপিএল খেলা বিশ্বকাপেও কাজে লাগবে’।  

রাজধানীর বনানীতে সন্ধ্যায় একটি কপি শপ উদ্বোধন করেন সাকিব। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকাররা। উদ্বোধন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুরুতেই সাকিব কথা বলেছেন লিটনের আইপিএল খেলা প্রসঙ্গে।

সাকিব বলেন, ‘খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত।’ লিটনকে আইপিএল খেলতে যাওয়ার আগে কোনো পরামর্শ দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একইসঙ্গে সে যদি সুযোগ পায়, আমি চাইবো সেটা যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, নিজের মতো খেলতে পারে তাহলে সফল হবে।’

আসন্ন আয়ারল্যান্ড সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top