আইসিসির মাসসেরা ক্রিকেটার সাকিব
শাকিল খান | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ২০:২০
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন টাইগার অধিনায়ক।
এরআগে , ২০২১ সালের জুলাইয়ে এই পুরস্কার প্রথমবার পেয়েছিলেন ।
আইসিসি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাকিবকে মাস সেরা হিসেবে ঘোষণা করে। মার্চে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট নিয়ে এই পুরস্কার নিজের করে নেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।
গত মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব ছিলেন দারুণ। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন সাকিব। শুধু ওয়ানডে সিরিজই নয়, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ ছিলেন সাকিব। তার নেতৃত্বেই প্রথমবার ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।