সোহাগ ইস্যুতে জরুরি সভায় বসছে বাফুফে

শাকিল খান | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ২২:২২

মো. আবু নাইম সোহাগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন সাধারণ সম্পাদকশূন্য। মো. আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। তাকে আগামী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করেছে।

গত শুক্রবার সোহাগের বিরুদ্ধে ৫০ পাতার একটি প্রতিবেদন দিয়েছে ফিফা। সেখানে মোটাদাগে চার ধারার অধীনে মোট ৩০৬টি পয়েন্টে অভিযোগের বর্ণনা দিয়ে সত্যতার প্রমাণের কথা বলা হয়েছে। বাফুফে সেক্রেটারির এমন ঘটনা প্রকাশ্যে আসার পর উত্তাল দেশের ফুটবলাঙ্গন।

বাফুফেতে সভাপতির পরই গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর সাধারণ সম্পাদক। যে কারণে, বাফুফেকে দ্রুতই এই পদের জন্য নতুন কাউকে বেছে নিতে হবে। এরই মধ্যে শনিবার বাফুফে ভবন থেকে সোহাগের নামফলক তুলে ফেলা হয়েছে। সহসাই সেখানে বসবে নতুন নামফলক। সেই ব্যক্তি কে?

সোমবার (১৭ এপ্রিল) বিকেল চারটায় সোহাগ ইস্যুতে জরুরি সভায় বসছে বাফুফে। এরই মধ্যে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন স্বাক্ষরিত সভার নোটিশ নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। এরপর জানা যাবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে।

জানা গেছে, সভার একটিই এজেন্ডা, সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ায় বাফুফের করণীয়। গুরুত্বপূর্ণ ওই চেয়ারে কাকে বসাবে বাফুফে? নতুন কাউকে নিয়োগ দেওয়া সময়সাপেক্ষ ব্যাপার। যে কারণে, প্রশাসনিক কাজ চালিয়ে নিতে কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিতে পারে বাফুফের নির্বাহী কমিটি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top