যুক্তরাষ্ট্র নয়, মাগুরায় বাবা-মায়ের সঙ্গে ঈদ করবেন সাকিব
শাকিল খান | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ২৩:৩৪
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেই একটি বিজ্ঞাপনের শুটিং করতে মুম্বাই গেছেন সাকিব আল হাসান। সেখান থেকে ওমরাহ করতে মক্কা যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিজ্ঞাপনের শুটিং শেষ। মুম্বাইয়ে সাকিবের সঙ্গী হিসেবে যাওয়া তাসকিন আহমেদ ও সৌম্য সরকারের আজ দেশে ফেরার কথা ছিল।
বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান জানালেন, সৌম্য আর তাসকিন আজ সকালেই দেশে ফিরে এসেছেন। তাহলে সাকিব এখন কোথায়? তিনি কি ওমরাহ করতে গেছেন? ওয়াসিম খান জানালেন, সাকিব তার সাথে আজ দুবাই থেকে কথা বলেছেন। আজকালের ভেতর ওমরাহ করতে যাবেন সাকিব।
শোনা গিয়েছিল, মক্কায় ওমরাহ শেষে সাকিব দেশে না এসে যুক্তরাষ্ট্র চলে যাবেন এবং সেখানেই স্ত্রী ও সন্তানদের সাথে ঈদ করবেন। তারপর আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজের আগে সোজা ইংল্যান্ডের চেমসফোর্ডে জাতীয় দলের সাথে মিলিত হবেন তিনি। কিন্তু এখন আর ওমরাহ শেষে যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে যাবেন না তিনি। দেশে ফিরে এসে মাগুরায় বাবা মায়ের সাথে ঈদ পালন করবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
গতকাল (১৬ এপ্রিল) বিকেলে বিসিবি প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, ওমরাহ শেষে দেশে ফিরে আসবেন সাকিব।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।