ঈদের পর জানা যাবে কবে মাঠে ফিরবেন তাসকিন
শাকিল খান | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ২০:৫৫
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরুর আগের দিন সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ে দল থেকে বাহিরে চলে গেছেন তাসকিন আহমেদ। সেই টেস্টে আর খেলা হয়নি এই পেসারের। এরপর আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সে দলেও নাম নেই তাসকিনের। কিন্তু ধোয়াশা ছিল কবে নাগাদ ফিরবেন দলে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মঙ্গলবার জানান, 'সাধারণত এ ধরণের সাইড স্ট্রেইন নিয়ে তিন সপ্তাহ বিশ্রামের পর আমরা আসলে মন্তব্য করতে পারি। ইভেন খুব অল্প মাত্রার সাইড স্ট্রেইন হলেও দেখা যায় যে তিন চার সপ্তাহ সময় লেগে যায়। লজিক্যালি ওর স্ট্রেইন গ্রেড ওয়ান।'
'ঈদের পর ওর তিন সপ্তাহ সম্পন্ন হবে, এরপর আরও সপ্তাহখানেক সময় লাগবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে। আমরা এই কমেন্টটা করতে পারব তিন সপ্তাহ পর ওর কেমন উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে।'
এদিকে চোটের কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলতে পারেননি ব্যাটার জাকির হাসান। সেই সিরিজ খেলতে না পারলেও চোট থেকে দ্রুত সেরে উঠছেন তিনি। ঈদের পর পূর্ণ সুস্থ হলে তাকে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হতে পারে। কিংবা খেলানো হতে পারে প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে।
বিষয়: তাসকিন আহমেদ ইনজুরি সাইড স্ট্রেইন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।