এলপিএলে দল পেলে বাংলাদেশিদের খেলার সম্ভাবনা কতটুকু?
শাকিল খান | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩, ২০:০৫
আগামী ৩০ জুলাই পর্দা উঠতে যাচ্ছে এলপিএল চতুর্থ আসর। ৫ দলের আসন্ন এই টুর্নামেন্ট এবার দারুণ স্লটে রয়েছে। কারণ এই সময়ে শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে দলের আন্তর্জাতিক কোনো সূচি নেই।
এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ রয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব।
এলপিএলে এবার পছন্দের বিদেশি ক্রিকেটারদের সমাবেশ আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট। প্রতিটি দল ৬ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবেন। তবে বাংলাদেশিরা যদি এলপিএলে দল পায়, তবুও তাদের খেলা অনিশ্চিত।
কারণ, আগামী জুন-জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে দুই দল। এই সিরিজের পর পরই এশিয়া কাপের প্রস্তুতি নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ফলে এলপিএলে দল পেলেও খেলা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।
বিষয়: এলপিএল টুর্নামেন্ট newsflash71 News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।