৯ বছর পর কোপা দেল রে’র চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
শাকিল খান | প্রকাশিত: ৮ মে ২০২৩, ০০:৪৫
দীর্ঘ ৯ বছর পর কোপা দেল রের চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তির হাত ধরেই আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরল মর্যাদার মুকুট। সেই সঙ্গে প্রথম শিরোপা জয়ের আক্ষেপ আরও বাড়ল ওসাসুনার।
অবশেষে কোপা দেল রেতে শিরোপা জয়ের অপেক্ষা ফুরোল রিয়াল মাদ্রিদের। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই টুর্নামেন্টে রিয়ালের ২০তম শিরোপা এটি।
শনিবার (৬ মে) রাতে সেভিয়ার স্টেডিও দ্য লা কারটুজায় শুরুতেই দুই ব্রাজিলিয়ানের রসায়নে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয় মিনিটে বাঁ-দিক থেকে ভিনিসিয়াস জুনিয়র ওসাসুনার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কাট-ব্যাক করে রদ্রিগোকে পাস দেন। সেখান থেকে সহজেই বল জালে জড়ান তিনি।
এরপর রিয়ালের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়া ফুটবল খেলতে থাকে ওসাসুনা। অষ্টম মিনিটে তারা পেয়ে যায় গোলের সুযোগও। আন্তে বুদিমিরের হেড সহজেই ঠেকান থিবো কোর্তোয়া। ১৬তম মিনিটে ওসাসুনার আব্দে ইজ্জাজুলি বক্সের বাইরে এদের মিলিতাওকে কাটিয়ে ফাঁকি দেন কোর্তোয়াকে, কিন্তু গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার দানি কারভাহাল।
ম্যাচের ৫৮তম মিনিটে অবশেষে সমতায় ফেরে ওসাসুনা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোল করেন লুকাস তোরো। কিন্তু ৭০তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। বাঁ-দিকের বাইলাইন থেকে ভিনিসিউসের কাট-ব্যাক ক্লিয়ার করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ওসাসুনা। টনির ক্রুসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান রদ্রিগো। এরপর আর গোল করতে ভুল করেননি তিনি। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় শিরোপা উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদ।
বিষয়: রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন ফুটবল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।