• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই অস্বস্তির খবর

শাকিল খান | প্রকাশিত: ৮ মে ২০২৩, ২২:৫২

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডে সিরিজ শুরুর আগে টাইগার ভক্তদের জন্য অস্বস্তির খবর। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তিন ম্যাচেই রয়েছে বৃষ্টির শঙ্কা। চেমসফোর্ডে প্রতি ম্যাচের আগেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিচ্ছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ইংলিশ বৈরী কন্ডিশনে বিপাকে টাইগার ক্রিকেটাররাও।

মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ইংল্যান্ড সময় সকাল ১০টা আর বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুই ম্যাচও শুরু হবে একই সময়।

মূলত ইংল্যান্ডে এখন বর্ষার মৌসুম চলছে। এই কারণে সেখানে বেশিরভাগ সময়ই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি আইরিশদের ‘এ’ দলের বিপক্ষে টাইগারদের একমাত্র প্রস্তুতি ম্যাচও। এমনকি ম্যাচের মাঠেও অনুশীলনের সুযোগ পাননি তামিম-সাকিবরা। যা নিয়ে আক্ষেপও করেছেন টাইগারদের কাপ্তান।

তামিম বলেন, আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর একদিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।

সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকেই শুরু হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। থেমে থেমে যা চলতে পারে সারাদিনই। তাই শঙ্কা আছে ম্যাচটি পরিত্যক্ত হওয়ারও।

অন্যদিকে সিরিজের বাকি দুই ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। আগামী ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যায় ৭টা পর্যন্ত আর ১৪ মে ভোর ৬টা থেকেই সারাদিন বৃষ্টির কথা জানিয়েছে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট।

আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক খেলে জয় তুলে নেয়ার লক্ষ্য বাংলাদেশের। তবে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের চেয়ে আইরিশদেরই ক্ষতিটা বেশি হবে। কেননা এই সিরিজ ৩-০'তে জিতলে আইসিসি সুপার লিগের শীর্ষ আটে থেকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হবে তাদের।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top