ম্যাচ ভেস্তে গেলেও নিজেদের পারফরম্যান্সে খুশি হাসান

শাকিল খান | প্রকাশিত: ১০ মে ২০২৩, ২৩:৩৮

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য দেয়। রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৬৫ রান না তুলতেই আসে বৃষ্টি। এরপর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

বৃষ্টির আগপর্যন্ত ১৬.৩ ওভারে ৩ উইকেটরে মধ্যে বাংলাদেশি পেসাররা পেয়েছেন দু'টি এবং একটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম।

এক ভিডিও বার্তায় পেসার হাসান মাহমুদ বলেন, ‘বোলিংয়ে আমাদের যে পরিকল্পনা ছিল- ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদেরকে বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া। যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। যতটুকু সম্ভব সামনে বল করা।’

ইনিংসের শুরুতে দুই উইকেট তুলে নেন হাসান এবং শরীফুল। হাসান বলেন, ‘ আমি ও শরিফুল মোটামুটি খুব ভালো শুরু করেছিলাম। ওদের দুইটা উইকেট পড়েছে আমাদের স্পেলে, পরে তাইজুল ভাই একটা নিয়েছেন। আমরা খুবই ভালো অবস্থায় ছিলাম। এরকম কন্ডিশনে ভালো করার একটাই উপায়- ডোনাল্ড (বোলিং কোচ অ্যালান ডোনাল্ড) যেটা বলেছেন, যতটুকু সম্ভব ব্যাটারকে সামনে খেলানোর চেষ্টা করা। বক্সের মধ্যে বল করা। স্টাম্প টু স্টাম্প যদি বল করতে পারি তাহলে খুব ভালো হয়। সবমিলিয়ে গড়ে খুবই ভালো একটা ফিগার দাঁড়ায়।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top