আঙুলে চোট পেয়ে আয়ারল্যান্ড সিরিজ শেষ সাকিবের
শাকিল খান | প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১৯:৪৮
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব আল হাসান। আঙুলের ওই চোট নিয়েও ফিল্ডিং করেছিলেন তিনি। এমনকি ব্যাট হাতেও বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাকে। তবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কমপক্ষে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
যার কারণে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে পারবেন না সাকিব আল হাসান। গতকাল রাত সাড়ে ১২টায় সাকিবের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
ফিল্ডিং করার সময় সতীর্থ মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ নিতে গিয়ে চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুতগতির ওই বলটি সরাসরি তার আঙুলে আঘাত হানে। তবে ওই চোট নিয়েও অবশ্য পরে ব্যাটিং করতে দেখা যায় তাকে। কিন্তু সাকিবের চোট যে গুরুতর, তা জানা গেল একদিন পরেই।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় সাকিব ডানহাতের তর্জনীর ডগায় আঘাত পান। শনিবার এক্সরে রিপোর্টে দেখা গেছে যে, তার ওই আঙুলের ডগায় চিড় ধরেছে, যা থেকে সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে।
সাকিবের চোট সারতে ছয় সপ্তাহ সময় লাগলে, শঙ্কা থাকবে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলা নিয়েও। সূচি চূড়ান্ত না হলেও জুনের মাঝামাঝিতে হওয়ার কথা রয়েছে একমাত্র টেস্ট ম্যাচটি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।