• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিশ্বকাপ দল নিয়ে ‘তাড়াহুড়ো’ করতে চান না নান্নু

শাকিল খান | প্রকাশিত: ২০ মে ২০২৩, ২০:২৪

ছবি: সংগৃহীত

অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে কে থাকবেন, কার জায়গা হবে না এ নিয়ে আলোচনার শেষ নেই। এর মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটারের থাকা নিয়েও সংশয় রয়েছে।

হাতে যথেষ্ট সময় থাকায় বিশ্বকাপের জন্য সেরা দল তৈরি করতে তাড়াহুড়ো করতে চান না বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য। ’

‘আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তা কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি।’

দ্বিতীয় মেয়াদে টাইগার কোচ হাথুরুসিংহে বাংলাদেশে আসার আগে ক্রিকেটারদের খোঁজ নিয়েছে বলে জানান নান্নু। তিনি বলেন,  ‘হাথুরুসিংহে যখন আবার কোচ হয়ে আসে এখানে আগে যে খেলোয়াড় ছিল সবার খোঁজখবর নিয়েছে, কে কেমন করছে। আমাদেরও একটা দায়িত্ব আছে কে কিভাবে খেলছে। গত তিন বছরে কেমন পারফরম্যান্স করেছে। দেশে এবং দেশের বাইরে কী করেছে। এগুলোই সে জানতে চেয়েছিল।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top