আজ থেকে শুরু টাইগারদের ক্যাম্প, ছুটিতে হাথুরু
শাকিল খান | প্রকাশিত: ২৯ মে ২০২৩, ২০:৪৩
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট সামনে রেখে আজ অনুশীলন ক্যাম্প শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে প্রথম দিকের ট্রেনিং সেশনে থাকছেন না টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাই সহকারী কোচ নিক পোথাসের অধীনে অনুশীলন ক্যাম্পে করছে বাংলাদেশ দল।
আগামী ৩ জুন অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন টাইগারদের কড়া এ হেডমাস্টার। দেরিতে ফিরলেও ক্যাম্পের কলাকৌশল ঠিকই এঁটেছেন হাথুরু। সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে কোচিং স্টাফের গ্রুপে, তা দিয়েও রেখেছেন তিনি।
এদিকে অনানুষ্ঠানিক এই ক্যাম্পে লাল বলের ক্রিকেটে খণ্ডিত সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। কারণ, বাকিরা ‘এ’ দলের হয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আনঅফিসিয়ালি টেস্ট ম্যাচ খেলছেন। এছাড়া মিরপুরে অনুষ্ঠিত ক্যাম্প ও চলমান সিলেটে ‘এ’ দলের ম্যাচ শেষে আফগানিস্তান সিরিজের জন্য টাইগারদের মূল আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে।
ক্যাম্পে প্রথম দিন থেকেই থাকছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ফিটনেস ট্রেনার নিক লিকে। সিরিজের জন্য প্রাথমিকভাবে অনুশীলন ক্যাম্পে ডাকা পাওয়া ২৫ জন ক্রিকেটারে অনেকেই থাকছেন না প্রথম দিন।
আগামী ১৪ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। আজ থেকে ক্যাম্প শুরু হলেও আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের একমাত্র টেস্টের স্কোয়াড এখনও দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির ভাষ্য, চলতি মাসেই এ স্কোয়াড দেওয়া হবে।
এছাড়া চোটের কারণে বাংলাদেশ এ টেস্ট ম্যাচে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে। তার বদলে নেতৃত্ব সামলাতে দেখা যেতে পারে সহ-অধিনায়ক লিটন কুমার দাসকে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।