১০ মিনিটেই শেষ আর্জেন্টিনার ম্যাচের টিকিট

শাকিল খান | প্রকাশিত: ৭ জুন ২০২৩, ০০:৫৩

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতি বিপুল উন্মাদনা দেখেছিল বিশ্ববাসী। ট্রফি জয়ের পর সেই উৎসাহ-উদ্দীপনার পূর্ণতা পেয়েছে। এরপর মেসিদের ম্যাচে আরও আগ্রহ বেড়েছে দর্শকদের। সরাসরি বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখতে এবার জোয়ার এসে ভীড়েছে এশিয়ায়।

আগামী জুনে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সফরের প্রথম ম্যাচে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। ১০ মিনিট না যেতেই সেই ম্যাচের প্রথম ধাপের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার ছাড়া হবে দ্বিতীয় দফার টিকিট। তবে প্রথম পর্যায়ে ঠিক কী পরিমাণ টিকিট ছাড়া হয়েছে নির্দিষ্ট করে বলেনি আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৮ হাজার। আর্জেন্টিনার ম্যাচের সবচেয়ে কম দামী টিকিটের মূল্য ছিলো  ৮২ মার্কিন ডলার বা প্রায় ৯ হাজার টাকা। আর সর্বোচ্চ দামের টিকিট ছিলো ৬৭৫ মার্কিন ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা। টিকিট বিক্রি শুরুর দিনই বোঝা গেল বাস্তবতা। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা দেখার সুযোগ প্রত্যেকদিন মেলে না।

ম্যাচের টিকিট অন্য কারও কাছে বিক্রি করা যাবে না। কারণ টিকিটের সঙ্গে প্রত্যেকটি ব্যক্তির পরিচয়পত্রের নাম্বার ও ফটো আইডি জুড়ে দেওয়া দেওয়া হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাটে’ সবচেয়ে বেশি মূল্যের টিকিট ২ হাজার ৭৪৩ ডলারে কেনার প্রস্তাব উঠেছে।

এই ম্যাচ দিয়েই ছয় বছর পর চীনের মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। সর্বশেষ ২০১৭ সালে চীনে খেলতে গিয়েছিলেন আর্জেন্টিনার এই মহাতারকা। এবারের চীন গমন হতে যাচ্ছে মেসির সপ্তম চীন সফর।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top