আফগান টেস্টের আগমুহূর্তে তামিমের পিঠে ব্যথা

শাকিল খান | প্রকাশিত: ১০ জুন ২০২৩, ১৯:২০

ছবি: সংগৃহীত

আগামী ১৪ জুন থেকে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মাঠে গড়াবে। তবে এই ম্যাচ শুরুর আগে চিন্তার কালো মেঘ বাংলাদেশ শিবিরে। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে পাওয়া সাকিব আল হাসানের তর্জনীর চোট এখনো সারেনি। এ জন্য খেলতে পারছেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তার বদলে লিটন দাসের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। এর মধ্যে শঙ্কায় অধিনায়ক তামিম ইকবাল।

জানা গেছে, পুরোনো পিঠের ব্যথা ফিরে এসেছে তার। এজন্য বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলনেও ছিলেন না তামিম। যদিও এখনই তার খেলা নিয়ে কোনো সংশয় দেখছেন না বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, 'একটু ব্যাক পেইন আছে আর কি। সমস্যা তো একটু আছেই ব্যাক পেইন আছে যেহেতু। খেলবে কি খেলবে না টেস্টে সেটা এখনি নিশ্চিত করে বলা সম্ভব না। ম্যাচের এখনও চার-পাঁচদিন বাকি আছে। খেলতে পারবে কি না এটা এখনই বলা কঠিন আসলে।’

এর আগে সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ইনজুরির কারণে মিস করেন তামিম। এরপর ফেরেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। আফগানদের বিপক্ষে ১৪ জুন থেকে মিরপুর টেস্টে লড়বে বাংলাদেশ।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top