পাকিস্তানের হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

শাকিল খান | প্রকাশিত: ১১ জুন ২০২৩, ২২:০৯

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে যেন আরেকটা ভারত-পাকিস্তান যুদ্ধ দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে না চাওয়া এবং তার জবাবে পিসিবির ভারত বিশ্বকাপ বয়কটের হুমকিতে টানা অনেকদিন ধরেই অস্থিরতা লেগে ছিল। যার কারণে ভেস্তে যেতে বসেছিল এবারের এশিয়া কাপ।

অবশেষে পাকিস্তানের দাবিই পাস হতে যাচ্ছে। এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্তৃক পেশ করা হাইব্রিড মডেলই কিছু সংশোধন-সংযোজন করে পাস করতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী মঙ্গলবার খেলার ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জানা যায়, নতুন পরিকল্পনা অনুযায়ী এশিয়া কাপের সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ পাঁচটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। তবে ভারতের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এমনকি ভারত-পাকিস্তানের মধ্যকার মাচগুলোও হবে সেখানে। তাছাড়া ভারত ফাইনাল খেললে খেলা হবে শ্রীলঙ্কায়, অন্যথায় পাকিস্তানে।

আগামী মঙ্গলবার এই বিষয়ে এসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণের মাধ্যমে ভারতের মাটিতে হতে যাওয়া অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপে তাদের অংশগ্রহণে সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে তারা এশিয়া কাপ অন্য কোনো দেশে কিংবা তাদের ছাড়াই অনুষ্ঠিত হলে, বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আসছিল পাকিস্তান।

এসিসির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ এশিয়া কাপ আয়োজন করার কথা পিসিবির। তবে রাজনৈতিক কারণ দেখিয়ে পাকিস্তান যেতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। এমতাবস্থায় শুরুতে অনড় থাকলেও তারপর খানিকটা নমনীয় হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিকল্প হিসেবে হাইব্রিড মডেলে খেলার প্রস্তাব দেয় তারা।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top