আবারও পিঠে চোট পেয়ে অনুশীলন ছাড়লেন তামিম

শাকিল খান | প্রকাশিত: ১১ জুন ২০২৩, ২৩:৩১

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের পুরনো চোট ফিরে এসেছিল বেশ কিছুদিন আগেই। গত বুধবার পিঠের ব্যথা ফের বেড়ে যাওয়ায় অনুশীলন ছেড়ে চলে যান তিনি। আসেননি পরদিন অনুশীলনেই। এরপর দুইদিন অনুশীলন না থাকায় মাঠে আসা হয়নি তার।

আজ জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনে তামিম। ওয়ার্ম আপও করেন। কিন্তু নেটে ব্যাটিং করতে গিয়ে বাধে বিপত্তি।

এক নেট বোলারের বলে ব্যাক ফুটে শট খেলতে গিয়ে চোট পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় আগে থেকেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের খেলা নিয়ে সংশয় ছিল। এখন আবারও চোট পাওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তামিমের নতুন ব্যথা নিয়ে অবশ্য কিছু জানাতে পারেনি বিসিবির মেডিকেল বিভাগ।

১৪ জুন হোম অফ ক্রিকেট মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর জুলাইয়ের ৫, ৮ ও ১১ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৪ ও ১৬ জুলাই। সিরিজটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top