লংকান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের ২৪ ক্রিকেটার
শাকিল খান | প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ০০:০৪
এবারই প্রথমবারের মতো সব খেলোয়াড়দের নিয়ে নিলাম হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এ ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসরের নিলামে সব মিলিয়ে ৩৫৫ জন ক্রিকেটারের নাম উঠবে। আর এ নিলামে নাম লিখিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ ২৪ বাংলাদেশি ক্রিকেটার।
কলম্বোয় আগামী ১৪ জুন নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে শ্রীলংকা থেকে ২০২ জন ক্রিকেটারের নাম উঠবে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন পাকিস্তানের, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে ২৪ জন, ওয়েস্ট ইডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার থাকবে ১০ জন ক্রিকেটার।
নিলামের জন্য নাম লিখিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাও। এর আগে সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটর্স নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাবর আজম, ডেভিড মিলার, নাসিম শাহ, তাব্রাইজ শামসি, ফখর জামানরা।
বাংলাদেশ থেকে তামিম ছাড়াও নিলামে ওঠার জন্য চূড়ান্ত হওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদরাসহ অনেকেই।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।