মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শাকিল খান | প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১৮:৩৪

ছবি: সংগৃহীত

সিরিজের একমাত্র টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে আফগানিস্তান। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল। এই টেস্টে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

আফগান অধিনায়ক শহিদী বলছেন, নতুন উইকেট এবং গত কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশ টস জিতলে আগে ফিল্ডিং করতো কিনা- এমন প্রশ্নের জবাবে লিটন দাস বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই।’

এদিকে বাংলাদেশের একাদশে তামিম না থাকায় তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় সুযোগ পেয়েছেন। সঙ্গী হিসেবে থাকবেন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা জাকির হাসান। এছাড়া একাদশে আছেন দুইজন স্পিনার ও তিন পেসার।

সংশয় থাকলেও শেষ পর্যন্ত ইবাদত হোসেন ও শরীফুল ইসলামের সঙ্গে একাদশে থাকছেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। আর স্পিন বিভাগ সামলাবেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা, নিজাত মাসুদ, ইয়ামিন আহমেদজাই, জাহির খান।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top