সাকিবের পর কানাডার লিগে দল পেলেন লিটন

শাকিল খান | প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ২০:৪৩

ছবি: সংগৃহীত

আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। এই লিগের ড্রাফটে শুরুতেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।

তবে শুধু সাকিবই নয়, এবার লিটনও ডাক পেয়েছেন। এ লিগের দল সারে জাগুয়ার্স নিলামে তাকে কিনে নিয়েছে। গত মঙ্গলবার (১৩ জুন) এই ফ্র্যাঞ্চাইজি লিগটির তৃতীয় আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়।

মোট ৬ টি দল নিয়ে টুর্নামেন্টের এ আসরের খেলা অনুষ্ঠিত হবে। দলগুলো হলো ব্রাম্পটন উলভস, মন্ট্রিল টাইগারস, সারে জাগুয়ার, টরন্টো ন্যাশনালস, ভ্যাঙ্কুভার নাইটস, উইনিপেগ হকস। আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে ৬ আগস্ট ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে লিগটির যেখানে মোট ম্যাচ হবে ২৫ টি।

সারে জাগুয়ার্সে লিটন ছাড়াও রয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নামিদামী তারকা ক্রিকেটার। এদের মধ্যে অন্যতম হলেন- অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানে।

মন্ট্রিয়ল টাইগার্স স্কোয়াড : সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, শেরফানে, রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, জহির খান, মোহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আইরে, কলিম সানা, শ্রীমন্ত ভিজেরত্নে, ম্যাথু স্পোরস, বিজেন্দ্র সিং, দিলপ্রীত সিং এবং অনুপ চিমা।

সারে জাগুয়ার্স স্কোয়াড : অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহেরেন্ডরফ, লিটন কুমার দাস, করিম জানাত, মোহাম্মদ হারিস, সন্দ্বীপ লামিচানে, আয়ান খান, যতিন্দর সিং, বার্নার্ড স্কোল্টজ, পরগট সিং, ডিলন হেইলিগার, আম্মার খালিদ, সানি মাথারু, শীল প্যাটেল এবং কৈরভ শর্মা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top