তিন উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে টাইগাররা
শাকিল খান | প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ২০:৩৯
আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে আফগানরা। তবে টাইগার পেসারদের আগুনে বোলিংয়ে বেশ অস্বস্তিতেই আছে সফরকারীরা। লাঞ্চ বিরতির আগেই তিন উইকেট তুলে নিয়েছে লিটন দাসের দল।
বৃহস্পতিবার (১৫ জুন) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিনের খেলা শুরু করে সাত ওভার ব্যাটিং করে মাত্র ২০ রান যোগ করতেই অলআউট হয়ে যায় টাইগাররা। আফগান পেসার নাজিত মাসুদ একাই পাঁচ উইকেট নেন।
আফগানিস্তানের বিপক্ষে বড় রানের স্বপ্ন ধূলিসাৎ করেছে ব্যাটাররা। তবে আশার পালে হাওয়া দিয়েছেন স্বাগতিক দলের বোলাররা। আফগানিস্তানের ইনিংসের ২য় ওভারের শেষ বলেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। তবে লিটনের ভুলে তা হয়নি। শরিফুল লেন্থ বল ইব্রাহিম জাদরানের ব্যাটের কানা ছুঁয়ে প্রথম স্লিপের, দিকে যাচ্ছিল সেখানে গ্লাভস হাতে লিটন ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পাননি, আর প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা শান্তকে চেষ্টা করারও সুযোগ দেননি। ফলে অপেক্ষা বাড়ে বাংলাদেশের।
পরের ওভারের প্রথম বলেই দৌড়ে দুই রান নিতে গিয়েও আউট হতে পারতেন ওপেনার জাদরান। কিন্তু তাসকিন থ্রো ধরতে পারলেও ভাঙতে পারেননি স্টাম্প। ফলে পরপর দুই বলে জীবন ফিরে পান জাদরান।
জাদরান অবশ্য পরে ফিরেছেন। প্রথমবার জীবন ফিরে পাওয়া শরীফুলের বলেই আউট হন তিনি। এবার আর ক্যাচ নিতে ভুল করেননি লিটন। ১৭ বলে ৬ রান করে প্রথম ওপেনার সাজঘরে ফিরলে ব্যাটিং এ আসেন রহমত শাহ।
এরপরের ওভারেই বোলিং এ আসেন ইবাদত হোসেন। এ ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আরেক আফগান ওপেনার আব্দুল মালিক। ২০ বলে ১৭ রান করেন তিনি। এরপর আউট হন রহমত শাহ। শুরতেই তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখার চেষ্টায় টাইগাররা।
বিষয়: আফগানিস্তান বাংলাদেশ সিরিজ News newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।