• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সংবাদ সম্মেলনে যা বললেন আফগান কোচ

শাকিল খান | প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১৭:২৫

ছবি: সংগৃহীত

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ডগড়া জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানে দলটিকে হারিয়েছে টাইগাররা। এদিকে আফগানিস্তান দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭২ ওভার ব্যাটিং করতে পেরেছে। রান করেছে সর্বসাকুল্যে ২৬১। বাংলাদেশ পেয়েছে টেস্ট ক্রিকেটে ৮৯ বছরের মধ্যে সবচেয়ে বড় জয়।

নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ১৪৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেন। এর আগে দুই ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে একমাত্র মুমিনুল হকের।

আফগানিস্তান কোচ জনাথান ট্রট আসেন সংবাদ সম্মেলনে। ট্রট প্রশংসায় ভাসালেন বাংলাদেশের ক্রিকেটারদের।

তিনি বলেন, ‘আমি মনে করি প্রতিপক্ষ দল বেশ ভালো খেলছে এবং তারা ধারাবাহিকভাবে ভালো খেলে গেছে। একজন ব্যাটসম্যানের মাঠে খেলতে যাওয়া এবং একই খেলায় দু'টি শতরান করা টেস্ট ক্রিকেটে যা প্রয়োজন তার একটি ভাল উদাহরণ’।

তিনি আরও বলেন- বাংলাদেশের যে ধরণের পেসার আছে তা দিয়ে দেশে এবং দেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। এছাড়াও স্পিন বোলাররা ভালো করেছে, তারা জানে কিভাবে তাদের নিজেদের কন্ডিশনে সত্যিই ভাল খেলতে হয়। সুতরাং কৃতিত্ব তাদের প্রতি।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top